জাতীয়

আনুষ্ঠানিক হজ কার্যক্রম শুরু কাল, মিনায় থাকবে মেডিকেল টিম

আগা‌মীকাল (শ‌নিবার) থে‌কে হ‌জের আনুষ্ঠা‌নিক কার্যক্রম শুরু হ‌চ্ছে। এদিন বি‌কেল থে‌কে পর‌দিন ভোর পর্যন্ত সরকা‌রি ও বেসরকা‌রি ব্যবস্থাপনার সোয়া লা‌খেরও বেশি হজযা‌ত্রি মিনার ময়দা‌নে ছু‌টে যা‌বেন।

Advertisement

ধর্মমন্ত্রীর নি‌র্দেশনায় মিনা মা‌ঠে অসুস্থ বাংলা‌দেশি অসুস্থ রোগী‌দের চি‌কিৎসা প্রদা‌নে ৪০ সদ‌স্যের মে‌ডি‌কেল টিম গ‌ঠিত হ‌য়ে‌ছে। তা‌দের ম‌ধ্যে ১৫ জন ডাক্তার, ১৫ জন নার্স, ব্রাদার, ফার্মা‌সিস্টও ও‌টি সহকা‌রী ও ১০ জন হজ সহায়ক থাক‌বেন। তারা ৮ ঘণ্টা ক‌রে তিন শিফ‌টে দা‌য়িত্ব পালন কর‌বেন। বাংলা‌দেশ হজ মে‌ডি‌কেল সেন্টা‌রের টিম প্রধান ডা. মো. জা‌কির হো‌সেন খান এ তথ্য জানান।

এছাড়‌া রোফাত ও মিনার আশপা‌শে সৌ‌দি সরকা‌রের ক‌য়েক‌টি স্থায়ী হাসপাতা‌লে দুজন ক‌রে ডাক্তার থাক‌বেন। এদি‌কে ১৭ থে‌কে ১৮ আগস্ট বেলা ২টা পর্যন্ত রোগীর সংখ্যা এর আগের ২৪ ঘণ্টার তুলনায় ক‌মে আসে। রোগীর সংখ্যা ৪ হাজার থে‌কে ২ হাজার ৪২৪ জ‌নে নে‌মে আসে। ত‌বে বি‌কে‌লের দি‌কে মে‌ডি‌কেল সেন্টা‌রে উপ‌চেপড়া রোগীর ভিড় দেখা যায়।

এমইউ/জেএইচ

Advertisement