নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার সঙ্গে জিয়াউর রহমান পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত ছিল। যারা খুন করেছে তাদের কথাতেই সেটি প্রমাণিত হয়েছে। রোববার নারায়ণগঞ্জ শহরের খানপুরের বরফকল ঘাটে নৌ দুর্ঘটনা প্রতিরোধ কল্পে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের ট্রেনিং অ্যান্ড কালচারাল সেন্টারের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির এসব কথা বলেন তিনি।নৌমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের অগ্রযাত্রার দিকে পৃথিবীর সব দেশ তাকিয়ে আছে। পায়রা বন্দরে ফ্রান্স, নেদারল্যান্ড, জাপান, চীনসহ বিভিন্ন দেশ বিনিয়োগ করতে আগ্রহী। আমাদের অগ্রযাত্রাতে ভীত হয়ে যারা সন্ত্রাস ও জঙ্গিবাদ কায়েম করতে চায় তাদের কথাতেই ফুটে ওঠে তারা কি চায়। নৌমন্ত্রী আরো বলেন, বিএনপি এমন একটা দল যারা জঙ্গিবাদ সৃষ্টি করেছিল। আজকে বিএনপি নেতা ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব জঙ্গিবাদের দায়, ব্লগার হত্যা আওয়ামী লীগের উপর চাপাতে চাইছে। আপনারা আইনজীবী মানুষ মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা বানাতে পারেন। তবে আমি বলতে চাই বিএনপি জঙ্গিবাদ লালন করে। ধর্ম নিয়ে রাজনীতি করে। তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাকারীদের নিয়ে রাজনীতি করে। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬০ জন ছাত্রলীগ নেতাকর্মীকে হত্যা করে শফিউল আলম প্রধানকে নিয়ে রাজনীতি করে। খন্দকার মাহবুব আরেকটি কথা বলেছেন, বর্তমানে নাকি দেশে সন্ত্রাস জঙ্গিবাদ নিয়ে কোন সমস্যা নেই। সমস্যা হচ্ছে নির্বাচন নিয়ে। আমি তাকে প্রশ্ন রেখে বলতে চাই তখন আপনারা নির্বাচনে আসেন নাই কেন। আপনাদের কে বাধা দিয়েছিল। গ্রাম্য একটা প্রবাদ আছে আরেকবার সাধলে খাবো। আমরা আপনাদের ২০১৯ সালেই সাধবো। ২০১৯ সালের আগে দেশে কোন নির্বাচন হবেনা। নৌ দুর্ঘটনা সম্পর্কে তিনি বলেন, দেশে নৌ দুর্ঘটনা বেড়েছে একথা যারা বলে তারা তথ্য না জেনেই বলে। আগে ঈদের সময়ে নৌ দুর্ঘটনা হতোই। কিন্তু বিগত ৬ বছরে কোকো ও পিনাক ছাড়া ঈদের সময়ে কোন নৌ দুর্ঘটনা ঘটেনি। আমরা এমন কিছু আইন করেছি যাতে দুর্ঘটনা কমে এসেছে। নৌ দুর্ঘটনা প্রতিরোধে সচেতন শুধু শ্রমিকদের নয় জনগণের ও যাত্রীদেরও হতে হবে।জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ট্রেনিং অ্যান্ড কালচারাল সেন্টারের চেয়ারম্যান শুক্কুর মাহমুদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর এম জাকিউর রহমান ভূঁইয়া, বিআইডিউটিএ এর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, অভ্যন্তরীন নৌ চলাচল (যাপ) সংস্থার চেয়ারম্যান বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমদ প্রমুখ। শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি
Advertisement