পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর ও কুড়িগ্রামে পাঁচ দিন অবস্থান করবেন। এ উদ্দেশে তিনি শনিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে রংপুর যাবেন।
Advertisement
শনিবার সারাদিন তিনি রংপুরেই অবস্থান করবেন। বেলা সাড়ে ১১টা থেকে তিনি রংপুর-৩ আসনের বিভিন্ন ইউনিয়নে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে প্রীতিভোজে অংশ নেবেন। দুপুর ২টায় রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের গেস্ট হাউজে মধ্যাহ্নভোজ শেষে বেলা ৩টা থেকে রংপুর পল্লী নিবাসে অবস্থান করবেন এরশাদ।
পরদিন ১৯ আগস্ট (রোববার) তিনি কুড়িগ্রাম যাবেন। বেলা ১১টায় কুড়িগ্রাম সার্কিট হাউসে চা-বিরতি পর দুপুর ১টায় কুড়িগ্রামের চিলমারীর রমনা বাজার এলাকায় মেজর (অব.) আশরাফ উদ দৌলার বাসভবনে যাবেন। সেখানে থেকে বিকেলে রংপুর ফিরে আসবেন জাপা চেয়ারম্যান।
বুধবার সকাল ৮টায় রংপুর কালেক্টরেট ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর নিজস্ব বাসস্থান পল্লী নিবাসে অবস্থান করবেন এরশাদ। ৫ দিনের সফর শেষে বৃহস্পতিবার সকালে ঢাকার উদ্দেশে রংপুর ছাড়বেন তিনি।
Advertisement
এমএমজেড/পিআর