অক্টোবর ফেস্ট হল বিশ্বের সবচেয়ে বড় মজার মেলা যা প্রতিবছর নিময় করে পালিত হয় জার্মানির মিউনিখ শহরে৷ এটি মূলত ১৬ দিনের একটি উৎসব যা প্রতি বছর সেপ্টেম্বরের শেষ থেকে শুরু হয়ে অক্টোবরের প্রথম রবিবার পর্যন্ত চলে৷ এই ফেস্টের মূল আকর্ষণ হল পানীয়৷ জার্মানে সবচেয়ে উল্লেখ্যযোগ পানীয়ের মধ্যে একটি হল বিয়ার আর এই উৎসব চলাকালীন বিয়ারের বন্যা বয়৷এবছরের অক্টোবর ফেস্ট শেষ হয়ে গিয়েছে৷ প্রতিবারের মত এবারেও প্রায় ছয় মিলিয়ন সংখ্যক মানুষ বিশ্বের সবচেয়ে বড় বিয়ার উৎসবে অংশ নিয়েছিল৷ আর এদের পরিবেশনের দায়িত্বে পরুষের পাশাপাশি ছিলেন নারীরাও৷ এই ফেস্ট চলাকালানী এক জন নারী প্রতিদিন গড়ে প্রায় ১২ ঘন্টা কাজ করেছেন৷ গোটা সময়ই তাদের দাঁড়িয়ে বা হেঁটে কাটাতে হয়৷ সঙ্গে তারা বহন করে চলেন অগুনতি বড় বড় বিয়েরের গ্লাস৷মাইক্রোবেলগিং সাইটে অক্টোবরফেস্টের পরিচারিকাদের ছবি অনেকেই পোস্ট করেছেন৷ ইংরেজিতে হ্যাশট্যাগ অক্টোবরফেস্ট ব্যবহার করে অনবেকেই এই ছবির সঙ্গে নিজেদের অভিজ্ঞতার কথাও লিখেছেন৷বিশ্বের সবচেয়ে বড় বিয়ার উৎসবের এক বিশেষ পোষাক হল ডিয়র্নন্ডেল৷ তাই অক্টোবরফেস্টে উপস্থিত ওয়েট্রেসরা যেমন এই পোষশাক পড়েন তেমনই উৎসবে উপস্তিত সব মহিলারাও জার্মানির এই ঐতিহ্যবাহী পোশাকই পড়েন৷উল্লেখ্য, অক্টোবরফেস্টের জন্ম জার্মানির বাভেরিয়া রাজ্যের মিউনিখে হলেও বর্তমানে এটি আর কেবলমাত্র জর্মানিতেই সীমাবদ্ধ নেই৷ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই উৎসবের প্রচলন এবং তা থেকে বাদ যায়নি ভারতও৷
Advertisement