আন্তর্জাতিক

টেস্টড্রাইভে শোরুমেই দুর্ঘটনায় বিএমডব্লিউ

ড্রাইভিং টেস্টেই বিএমডব্লিউ গাড়ি নিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এক চীনা নারী। দুর্ঘটনাটি ঘটেছে শোরুমেই। ব্রেক প্যাডেলে পা না দিয়ে ভুল করে অ্যাক্সেলেটরে চাপ পড়লে এ দুর্ঘটনা ঘটে। ১১ আগস্ট চীনের গুয়ানজু প্রদেশের একটি শোরুমে ওই দুর্ঘটনা ঘটে।

Advertisement

সিসিটিভির ফুটেজে দেখা যায়, বিএমডব্লিউ এক্স-১ মডেলের একটি গাড়ি ধেয়ে আসছে গ্লাসের তৈরি দরজার দিকে। এর কিছুক্ষণের মধ্যেই গাড়িটি গ্লাস ভেঙে শোরুমের ভেতরে ঢুকে পড়ে।

এ সময় কিছুটা থেমে আবার সামনের দিকে ধাক্কা দেয়। এ সময় প্রাণে বাঁচতে শোরুমের কর্মচারীরা দৌঁড়ে পালান। পরে গাড়িটি একটি ওয়ালের সাথে ধাক্কা লেগে থেমে যায়।

এতে শোরুমের দুইজন কর্মচারী আহত হয়েছেন। এছাড়া গাড়িটিরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এজন্য ওই নারীকে গুণতে হয়েছে প্রায় অর্ধকোটি টাকা। ওই দুর্ঘটনার পুরো দায় স্বীকার করেছেন ওই নারী।

Advertisement

সূত্র: এনডিটিভি

এসআর/টিটিএন/পিআর