সীমান্তে অস্ত্র চোরাচালান বন্ধে বিজিবির সহযোগিতা চেয়েছে ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। ভারত থেকেই বাংলাদেশে অস্ত্রের চোরাচালান আসছে বলে বিজিবি এ দাবি করলে বিএসএফ এ সহযোগীতা চান। রোববার সকাল পৌনে ১১টায় বিজিবি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ।এর আগে গত ৩-৭ আগস্ট নয়াদিল্লীতে অস্ত্রসহ সব ধরণের চোরাচালান বন্ধ, সীমান্ত হত্যা ও ফেলানী হত্যা-সহ ৯টি ইস্যুতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজিবি মহাপরিচালকের নের্তৃত্বে ২২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল ওই সম্মেলনে অংশগ্রহণ করেন। অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী ডি কে পাঠকের নের্তৃত্বে ২৪ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করেন।বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকায় ভারতীয় চোরাচালান চক্রের সদস্যকে অস্ত্রসহ আমরা আটক করেছি কয়েকবার। এ বিষয়ে আমরা গত সম্মেলনে বিএসএফ কে বলেছি। বাংলাদেশ অবৈধভাবে ভারতীয় সিন্ডিকেট কাজ করছে। বিএসএফকে কঠোরতা অবলম্বনের জন্য বলা হয়েছে।বিজিবি ডিজি আরো বলেন, ‘বিএসএফ বিজিবি`র সহযোগীতা চেয়ে সম্মলেনে বলেছে, আপনাদের দেশে ভারতীয় কোনো অস্ত্র চোলাচালাকারী আটকের পর আমাদের দ্রুত জানালে আমরা খোঁজ খবর নিতে পারবো। যেখান থেকে এসব হচ্ছে সেখানে অভিযান চালিয়ে নির্মূল করা গেলে অবৈধ অস্ত্র আর সীমান্ত পর্যন্ত আসবে না।’এক্ষেত্রে বিজিবির ঐকান্তিক সহযোগীতা চেয়েছে বিএসএফ। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে সব ধরণের সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে।জেই্উ/আরএস
Advertisement