দেশজুড়ে

কোরবানিকে সামনে রেখে মাঠে ‘মলম পার্টি’, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগর থেকে ‘মলম পার্টির’ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি ধারালো অস্ত্র ও অজ্ঞান করার ১০টি মলম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) ভোরে বাংলাবাজার আজিজ কলোনির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লার মুরাদনগর থানার কুরপানপুর এলাকার ইউসুফ আলীর ছেলে মো. মানিক (২২), মৌলভীবাজারের সদর থানার দিঘীরপাড় এলাকার নুরুল ইসলামের ছেলে রাজিবুল ইসলাম রাজিব (২০) ও কিশোরগঞ্জের সদর থানার কসা গোরিয়া এলাকার আবদুল কুদ্দুসের ছেলে আবুদল বাতেন (২০)।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জাগো নিউজকে বলেন, ‘কোরবানির পশুর হাটে আসা লোকজনের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করেছিলেন গ্রেফতারকৃতরা। পরিকল্পনা অনুযায়ী বাংলাবাজার আজিজ কলোনির প্রবেশমুখে তারা অবস্থান নেন। এ সময় তাদেরকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘পশুর হাটে আসা লোকজনের চোখে মলম লাগিয়ে টাকা ছিনিয়ে নেয়ার পরিকল্পনার কথা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।’

Advertisement

এসআর/জেআইএম