খেলাধুলা

রাবাদাকে এনগিদি বানিয়ে দিল আইসিসি

ক্রিকেট নিয়েই তাদের কাজ কারবার। অথচ কাগিসো রাবাদা আর লুঙ্গি এনগিদির চেহারার মধ্যে পার্থক্য করতে পারল না আইসিসি। বুধবার নিজেদের ওয়েবসাইটে দক্ষিণ আফ্রিকান পেসার রাবাদাকে নিয়ে একটি প্রতিবেদন করেছে তারা, যেটার লিংক শেয়ার করতে গিয়ে আইসিসি দিয়ে দিয়েছে একই দলের আরেক পেসার এনগিদির ছবি।

Advertisement

চলতি সপ্তাহেই বছরের বিশ্বসেরা অনূর্ধ্ব-২৩ খেলোয়াড় হিসেবে 'উইজডেন গোল্ডেন বয় অফ দ্য ইয়ার' পুরস্কার জেতেন রাবাদা। এই তালিকায় ৯ নাম্বারে ছিল এনগিদির নাম।

রাবাদার এমন অর্জনের পর তাকে নিয়ে একটি প্রতিবেদন করেছে আইসিসি। যেখানে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী থাবাং মোরইয়ের উদ্ধৃতি দিয়েছে তারা। কিন্তু যখন তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে প্রতিবেদনটার লিংক দিয়েছে, তখনই করে বসেছে বস্ত বড় এক ভুল।

রাবাদার জায়গায় আইসিসি বসিয়ে দিয়েছে এনগিদির ছবি। যে ছবির নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতিক্রিয়া বেশ হাস্যরস ছড়িয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৩ ঘন্টা পেরিয়ে গেলেও এই ভুলটি ঠিক করেনি আইসিসি। হয়তো আরও কিছু মজার প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষা!

Advertisement

এমএমআর/পিআর