কোরবানির বর্জ্য দ্রুত ব্যবস্থাপনার লক্ষ্যে নাগরিকদের সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। সেইসঙ্গে তিনি এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার নগর ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
Advertisement
মেয়র বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমরা প্রস্তুতি শুরু করেছি। বরাবরের মতো এবারও ব্লিচিং পাউডার, ব্যাগ বিনামূল্যে সরবরাহ করা হবে। কোটি মানুষের বাস এই শহরে। তারপরও আমরা গতবার ২৪ ঘণ্টায় বর্জ্য পরিষ্কার করেছি। এবারও করব। তবে এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।’
তিনি বলেন, ‘এবার দ্রুত সময়ে যে কাউন্সিলর তার ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন করবেন, আমরা তাকে পুরস্কৃত করব। পুরস্কার হিসেবে তাকে গাড়ি দেয়া হবে।’
মতবিনিময় সভায় ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপক জাহিদ হোসেন বলেন, ‘আমরা কোরবানির জন্য প্রাথমিকভাবে ২০৬টি স্থান নির্ধারণ করে দিয়েছি। এখানে কোরবানির জন্য আপনারা সব ধরনের সহযোগিতা পাবেন।’
Advertisement
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, স্থপতি মোবাশ্বের হোসেনসহ বিভিন্ন এলাকা থেকে আগত ইমাম, কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এএস/এসআর/পিআর