ক্যাম্পাস

অবশেষে রাবির ১০ম সমাবর্তনের তারিখ ঘোষণা

অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১০ম সমাবর্তনের তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে নানা জটিলতায় ২০১৬ সালের ২৪ ডিসেম্বর নির্ধারিত ১০ সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। পরে যথাসময়ে সমাবর্তন না হওয়ায় বাদ পড়া গ্র্যাজুয়েটদেরও অংশগ্রহণের সুযোগ দিয়ে গত ২৩ জানুয়ারি থেকে আবারও নিবন্ধন শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলে দ্বিতীয় দফায় নিবন্ধন। এতে আরও এক হাজার শিক্ষার্থী মিলে মোট ৬ হাজার ৯ জন শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছিলেন। অবশেষে সমাবর্তনের তারিখ নির্ধারণ করলো বিশ্ববিদ্যিালয় প্রশাসন।

আরএআর/জেআইএম

Advertisement