ভারতের টিভি পর্দার অভিনেত্রী সুচেতা চক্রবর্তীর মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। স্টাল জলসার জনপ্রিয় ধারাবাহিক নাটক ও বেশ কিছু চলচ্চিত্রের এই অভিনেত্রী মারা গেছেন বুধবার। তার প্রয়াণে সহশিল্পীদের অনেকেই শোক জানিয়েছেন।
Advertisement
অভিনয়ের পাশাপাশি নাচ ছিল সুচেতার অন্যতম চর্চার বিষয়। নাচের হাতেখড়ি হয়েছে তার শৈশবেই। এরপর তিনি নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি পেয়েছেন। সুচেতা নাচের শিক্ষকও ছিলেন।‘জড়োয়ার ঝুমকো’, ‘বেনেবউ’-এর মতো ধারাবাহিকে সুচেতার অভিনয় দর্শকদের পছন্দের তালিকায় ছিল। তবে অসুস্থতার কারণে গত কয়েক মাস শুটিং ফ্লোরে যেতে পারেননি সুচেতা।
বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন এই অভিনেত্রী। অবশেষে সবাইকে কাঁদিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন সুচেতা। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘আঁচল’-এ সুচেতার সঙ্গে অভিনয় করেছিলেন শর্বরী মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘খবরটা শুনে আমি বিশ্বাস করতে পারিনি। ওকে কখনও মন খারাপ করতে দেখিনি। বন্ধুকে হারালাম। আমার ভীষণ একজন প্রিয় মানুষকে হারালাম। তার জন্য প্রার্থনা করি, ওপারের জীবনের যেন ভালো থাকে।’
এমএবি/এলএ/আরআইপি
Advertisement