জাতীয়

চার দফা দাবিতে গ্রামপুলিশদের মানববন্ধন

গ্রামপুলিশদের বেতন স্কেল অন্তর্ভূক্ত করে  রেশনের ব্যবস্থা চালু করাসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান। মানববন্ধনে গ্রামপুলিশ সদস্যরা বলেন,  সরকারের সর্বশেষ সিদ্ধান্তে অনুযায়ী গ্রামপুলিশের বেতন হবে তিন হাজার থেকে তিন হাজার চারশ টাকা। কিন্তু একটি পরিবারের দিনে কমপক্ষে তিন কেজি চাল লাগে যা মাসে হয় ৯০ কেজি। কিনতে গেলে তার দাম হয় ৩৪০০টাকা।তাহলে মাছ, তরকারী, লবন মরিচ আমরা কিনবো কিভাবে?শুধু চাল কিনতেই সব বেতন শেষ হয়ে যাওয়ায় বাসা ভাড়া, পোশাক পরিচ্ছেদ, চিকিৎসার খরচ আমরা বহন করতে পারবো না। গ্রামপুলিশরা মানবেতর জীবন যাপন করছে। অতিরিক্ত পরিশ্রম, স্বল্প বেতনের কারণে অপুষ্টি ও অসুস্থতায় অকালে মৃত্যু করতে হয়েছে অনেক সদস্যকে। এ সময় বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়নের সাধরণ সম্পাদক গ্রাম পুলিশদের বেতন স্কেল অন্তর্ভূক্ত করা, গ্রাম পুলিশের জন্য রেশন ব্যবস্থা, অবসর ভাতা এবং অন্যান্য বাহিনীর মতো তাদেরও হেডকোয়ার্টার স্থাপনের দাবি তুলে ধরেন।সংগঠনের নির্বাহী সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা শাজাহান কবির, সাংগঠনিক সম্পাদক সত্য নারায়ন দাস, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।এএসএইচ/এএইচ/এমএস

Advertisement