বিনোদন

ঘোড়ায় চড়ে যুদ্ধে ‘রানি’ কঙ্গনা

ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধে অংশ নিলেন রানি। ঘোড়ায় তার পেছনে বসা একটি বাচ্চা মেয়ে। তাকে পিঠে বেঁধে যুদ্ধের ময়দানে তিনি। তার চোখে-মুখে যুদ্ধজয়ের খিদে।

Advertisement

‘মণিকর্ণিকা : দ্য কুইন অফ ঝাঁসি’র পোস্টারে এমনই চিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী কঙ্গনা রনাওয়াতকে। একটি মাত্র পোস্টার। তা থেকেই যেন এসে পড়ছে অসংখ্য গল্প। নিঃসন্দেহে দর্শকদের অ্যাড্রিনালিন রাশ বাড়িয়ে দিয়েছে এই পোস্টার।

ছবির পোস্টার লঞ্চ হয়েছিল বারাণসীতে। সেখানে উপস্থিত ছিলেন রানি লক্ষ্মীবাঈ রূপী কঙ্গনা। বারাণসীর ঘাটে ডুব দেয়া থেকে থেকে শুরু করে আরতি দর্শন, সমগ্র পর্বেই ছিলেন কঙ্গনা।

ব্রিটিশ শাসনামলে ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের অন্যতম প্রতিমূর্তি ও পথিকৃৎ ছিলেন ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ। ইতিহাসের পাতায় যার নাম লেখা স্বর্ণাক্ষরে। যাকে নিয়ে মানুষের মনে কৌতূহল আজও।

Advertisement

রানি লক্ষ্মীবাঈয়ের জীবনী নিয়েই তৈরি হওয়া ছবি ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’তে মুখ্য ভূমিকায় রয়েছেন কঙ্গনা। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২৫ জানুয়ারি।

জেডএ/আরআইপি