ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার ঘটনা তদন্তে সহায়তার জন্য ঢাকা মহানগর গোয়েন্দাদের (ডিবি) সঙ্গে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কর্মকর্তারা। রোববার দুপুরে ডিবি অফিসে এ বৈঠক শুরু হয়।এর আগে এ বিষয়ে বৈঠক করতে ডিবি অফিসে যান এফবিআইয়ের তিন কর্মকর্তা। এদের মধ্যে একজন ওয়াশিংটনের প্রতিনিধি এবং অপরজন ঢাকার। তারা প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি কারিগরি বিষয়ে সহায়তা করবে। বৈঠকের পরই হয়তো তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন।শনিবার ব্লগার নিলয় হত্যার ঘটনা তদন্তে এফবিআইয়ের পক্ষ থেকে আগ্রহ প্রকাশের পর পুলিশের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে স্বাগত জানানো হয়।প্রসঙ্গত, শুক্রবার দুপুরে গোড়ানের ৮ নম্বর রোডের পানির পাম্পের গলিতে ১৬৭ নম্বর বাড়ির ৫ তলার ঘর থেকে নিলয়ের লাশ উদ্ধার করে পুলিশ। দুপুরে জুমার নামাজের সময় ৪-৫ জন দুর্বৃত্ত বাড়ি ভাড়ার নেয়ার নামে জোর পূর্বক নিলয়ের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে।এআর/এএইচ/আরআইপি
Advertisement