বিনোদন

পোস্টার বিতর্কে রামগোলাপ ভার্মা

পরিচালক রামগোলাপ ভার্মা নিজের আসন্ন ছবির পোস্টার নিয়ে বিতর্কে জড়িয়েছেন। দক্ষিণ ভারতীয় ছবি ‘সাবিত্রী’র পোস্টারে ১৩ বছরের এক শিশুকে ‘অশ্লীল’ ভাবে ব্যবহার করায় স্টেট কমিশন ফর প্রোটেকশন এফ চাইল্ড রাইটস (এসসিপিসিআর) রাম গোপাল ভার্মার বিরুদ্ধে শিশু অধিকার লঙ্ঘন করার মামলা দায়ের করেছে। সংস্থার তরফ থেকে রামুকে একটি নোটিশ পাঠিয়ে তার জবাব চাওয়া হয়েছে।রাম গোলাপ ভার্মা এর আগেও এই ছবি নিয়ে জানিয়েছিলেন, প্রত্যেক অপ্রাপ্তবয়স্কদের একজন করে সাবিত্রী থাকে। সে তার শিক্ষিকা, প্রতিবেশী বা বোনের বান্ধবীও হতে পারে। এই কথা নিয়েও পানিঘোলা হয়। এমনকি রামুর এই কথায় এসসিপিসিআর-ও আপত্তি জানিয়েছিল।অশ্লীল দৃশ্যে শিশুদের ব্যবহার করা ভারতীয় দন্ডবিধির ২৯২ ধারায় এক ও দুই উপধারার নিরিখে অপরাধ বলে মনে করা হয়৷ এই অপরাধে পাঁচ বছর বা তারও বেশি সময়ের জন্য কারাদন্ড হতে পারে।এখন দেখার নোটির হাতে পেয়ে কি উত্তর দেন বলিউডের সবচেয়ে বিতর্কিত এই পরিচালক।

Advertisement