হয়তো অবাক হয়ে ভাবছেন পাঁচ বছর আগে মুক্তি পাওয়া চলচ্চিত্র এই বছরের সেরা ছবি হয় কী করে! ব্যাপারটি ঠিক তা নয়। সম্প্রতি শাহরুখ-কাজলের সুপারহিট ছবি ‘মাই নেম ইজ খান’র প্রশংসা করতে গিয়ে এই মন্তব্যই করলেন ব্রাজিলের বিখ্যাত লেখক পাওলো কোয়েলহো।তিনি ছবিটি দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। সাথে সাথেই টুইটারে ছবিটিকে নিয়ে প্রশংসা তরে টুইট করেন। সেখানে তিনি বলেন, এটি তার বছরে দেখা সেরা ছবি। টুইটে কোয়েলহো লেখেন, ‘মাই নেম ইজ খান’ এ বছর আমার দেখা সেরা ছবি।’ টুইটের সঙ্গে ছবির আন্তর্জাতিক ট্রেলারের লিঙ্কও শেয়ার করেন তিনি। এমন প্রশংসা শুনে সম্মানিত বোধ করছেন করণ জোহর। ব্যাপারটি জানাজানি হতেই ছবির পরিচালক করণ কোয়েলহোকে ধন্যবাদ জানিয়ে টুইট করে লেখেন, ‘আমরা সম্মানিত স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে।’অবশ্য এতেই শেষ হয়ে যায়নি। পাওলো কোয়েলহো আরও বেশি করে ভারতী ছবি দেখতে না পাওয়ার জন্য রীতিমতো আক্ষেপও করেন। করণ জোহর এবং শাহরুখকে এর পর উল্লেখ করে একটি টুইটে তিনি লেখেন, ‘মাই নেম ইজ খানের জন্য কনগ্র্যাটস। ইউরোপে যদি ভারতীয় সিনেমা আরও বেশি করে দেখতে পেতাম তাহলে খুব ভালো হত। এই সিনেমাটি দেখার জন্য আমায় ৬ বছর অপেক্ষা করতে হল।’ টুইট পেয়ে যখেষ্টই খুশি হয়েছেন শাহরুখ খান নিজেও। তিনি জবাব দেন, ‘আপনি শুধু আপনার ঠিকানাটা দিন স্যার। সমস্ত ভারতীয় সিনেমা রিলিজ হওয়ার পরই তা পাঠিয়ে দেব। আপনার লেখা পড়ার জন্যেও উদগ্রীব থাকি আমরা। ধন্যবাদ।’এলএ/আরআইপি
Advertisement