খেলাধুলা

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে চান জিদান

হোসে মরিনহোকে এখনও পদচ্যুত করা হয়নি। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ খুব চাপের মুখে আছেন। গত মৌসুমে দ্বিতীয় স্থানে থেকে শেষ করার পর খেলোয়াড় কেনা নিয়েও ক্লাবের সঙ্গে টুকটাক মতনৈক্য লেগে গেছে তার। এমন সময়ে নাকি ম্যানইউ'র কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জিনেদিন জিদান। ফরাসি গণমাধ্যমে এসেছে এমন খবর।

Advertisement

গত মে মাসে হঠাৎই রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছেড়ে দেন জিদান, দলের তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের উৎসব তখন মাত্র পঞ্চম দিনে গড়িয়েছে। ৪৬ বছর বয়সী জিদান তার পর থেকেই আছেন কাজের বাইরে। লা লিগা, দুটি ক্লাব বিশ্বকাপসহ আড়াই বছরের ক্যারিয়ারে রিয়ালকে সাফল্যের একদম শিখরে তুলে দেন জিদান।

এমন একজন নিজে থেকেই কোনো ক্লাবের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করলে সেই ক্লাবটি তো নড়েচড়ে উঠবেই। ফরাসি সংবাদপত্র 'লা ইকুয়েইপ' জানিয়েছে, জিদান নাকি এবার প্রিমিয়ার লিগের কোচ হতে চান। আলাদা করে তিনি বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের নাম।

গত মাসে গণমাধ্যমে এসেছিল আরেকটি খবর। ম্যানচেস্টার ইউনাইটেডও নাকি তাদের পরবর্তী কোচের শর্টলিস্টে রেখেছে জিনেদিন জিদানকে। সাবেক রিয়াল কোচের ওল্ড ট্রাফোর্ডে আসাটাকে তাই সময়ের ব্যাপারই মনে হচ্ছে!

Advertisement

এমএমআর/জেআইএম