বিনোদন

চলচ্চিত্র-নাটক-গানে নাগরিক টিভিতে ঈদ উৎসব

ঈদকে ঘিরে বর্ণিল সাজে সাজছে দেশীয় টিভি চ্যানেলগুলো। নাটক-টেলিছবি, মিউজিক, ফ্যাশন, সেলিব্রেটি শোসহ নানারকম ম্যাগাজিন অনুষ্ঠানের আয়োজন টিভিতে টিভিতে। তাদের ভিড়ে নাগরিক টিভিও হাজির থাকছে বৈচিত্রময় উৎসবমুখর আয়োজন নিয়ে। চ্যানেলটিতে ৭ দিনব্যাপী ঈদের আয়োজন করা হয়েছে।

Advertisement

তারমধ্যে ব্যান্ড তারকা আইয়ূব বাচ্চুর অংশগ্রহণে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত থাকছে ‘গান বাক শো’। অকাল প্রয়াত নায়ক সালমান শাহকে নিয়ে থাকছে সালমান সপ্তাহ। ঈদের দিন থাকছে দুটি ছবি। এর মধ্যে সকাল ১০টায় থাকছে ‘মহামিলন’ ছবিটি। দুপুর ১টায় প্রচার হবে ‘সত্যের মৃত্যু নেই’। এছাড়া ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টায় প্রচার হবে সালমান অভিনীত একটি করে সিনেমা।

ঈদে ৭ দিনব্যাপী প্রচার হবে বাংলায় ডাবিং করা হলিউডের সিনেমা। প্রথমদিন প্রচার হবে ‘চার্লিস অ্যাঞ্জেলস’। এরপর থাকবে ‘ইকুলাইজার’, ‘ট্যুরিস্ট’ ‘হোয়াইট হাউজ ডাউন’, ‘চার্লিস অ্যাঞ্জেলস ২’, ‘ফিফটি ফার্স্ট ডেটস’, ‘টু থাউজেন্ড টুয়েলভ’ ছবিগুলো। এগুলো প্রচার হবে রোজ বিকেল ৪টায়।

নাগরিক টিভিতে বিশেষ চমক হিসেবে থাকছে জনপ্রিয় ব্যান্ডদল ‘মাইলস’র পরিবেশনা। নানা ঝামেলা আর দ্বন্দ্ব কাটিয়ে আবারও এক হয়েছেন এই দলের সদস্যরা। আর এক হওয়ার পর ঈদে নাগরিক টিভিতে সরাসরি গানের অনুষ্ঠান ‘গানের মেলায়’ হাজির হবেন তারা। সরাসরি গেয়ে শোনাবেন তাদের জনপ্রিয় কিছু গান। জান্নাতুল ফেরদৌস পিয়ার উপস্থাপনায় এই অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১১টায়। ঈদের সপ্তমদিন পর্যন্ত প্রচার হবে এটি। এখানে ‘মাইলস’ গাইবে ঈদের দ্বিতীয় দিন। প্রথমদিনে থাকবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। অন্যান্য দিনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আঁখি আলমগীর, ডলি সায়ন্তনী, আসিফ আকবর, কনা, হৈমন্তী রক্ষিত ও রাজীব।

Advertisement

ঈদ উৎসবের আয়োজনে থাকছে ধারাবাহিক নাটকও। হাস্যরসাত্মক এইসব নাটকে পাওয়া যাবে জীবনের বৈচিত্রময় অনুভূতির সন্ধান। নাগরিক টিভিতে ঈদের প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘একটা দোতালা বাড়ির গল্প’। ৭ পর্বের ঈদের বিশেষ ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। এতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, শামস সুমন, জিতু আহসানসহ আরো অনেকে।

দেখা যাবে ‘হিরো আকরাম’ নামে ৭ পর্বের আরেকটি ধারাবাহিক নাটক। হিমেল আশরাফ পরিচালিত এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, সাজু খাদেমসহ আরো অনেকেই। নাটকটি ঈদের দিন থেকে প্রতিদিন রাত ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে।

একাকিত্বের জীবনে নানা টানাপোড়েনের গল্প নিয়ে পরিচালক আরিফ খান নির্মাণ করেছেন ৭ পর্বের বিশেষ ধারাবাহিক ‘উড়ো চিঠি’। এতে অভিনয় করেছেন শহীদুজ্জমান সেলিম, সাদিয়া ইসলাম মৌ, রাইসুল ইসলাম আসাদসহ আরো অনেকেই। নাটকটি ঈদের ৭দিন প্রচার হবে রাত ৮টা ২০ মিনিটে।

হাস্যরসে ভরপুর একটি গল্প নিয়ে শামীম জামান নির্মাণ করেছেন ঈদের ৭ পর্বের ধারাবাহিক ‘জনাব প্যাচী খান’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ হোসেন, নাদিয়া, শামীম জামান, আহসানুল হক মিনু। নাটকটি ঈদের ৭দিন রাত ৯টায় প্রচারিত হবে।

Advertisement

নাগরিক টিভির জন্য ইমরাউল রাফাত নির্মাণ করেছেন ৭ পর্বের ধারাবাহিক ‘কলকাতার দাদাবাবু’। ব্যতিক্রমী গল্পের এই নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, সাজু খাদেমসহ আরো অনেকেই। নাটকটি প্রচারিত হবে ঈদের প্রতিদিন রাত ৯টা ৪০ মিনিটে।

সাজিন আহমেদ বাবুর রচনায় মারুফ মিঠু নির্মাণ করেছেন ঈদের ৭ দিনের বিশেষ ধারাবাহিক ‘হায় সমশেদ!’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, জুই করিম, ইশানা, কচি খন্দকারসহ আরো অনেকেই। নাটকটি ঈদের ৭দিন প্রচারিত হবে রাত ১০টা ২০ মিনিটে।

এলএ/আরআইপি