শিরোনামের জাদুকর ছিলেন। শব্দ যেখানে থমকে যেত, তখন তিনি মুক্তি দিতেন। শব্দের গাঁথুনিতে শব্দের অলংকার দিতেন। একটি যুৎসই শিরোনামেই যে, পাঠকের চোখ অাটকে দিতে পারে, তার হাজারও প্রমাণ রেখেছেন তিনি। অাজ তিনিই ফিরলেন শোকের শিরোনাম হয়ে।
Advertisement
গতকাল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের সাংবাদিকতা জগতের কিংবদন্তি সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। আজ তার নিথর দেহ দেশে এসে পৌঁছেছে।
স্বজন ও সহকর্মীরা মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন।
বুধবার তাকে নেয়া হবে তার জন্মস্থান সন্ধ্যা নদীতীরের গ্রাম বানারীপাড়ায়। শোকার্ত সহকর্মী, সহযোদ্ধা, সুহৃদ ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বৃহস্পতিবার তিনি শেষ শয্যা নেবেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।
Advertisement
সোমবার স্থানীয় সময় রাত ১১টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিট) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গোলাম সারওয়ার। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত ৩ আগস্ট মধ্যরাতে সমকাল সম্পাদককে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়। এর আগে গত ২৯ জুলাই মধ্যরাতে দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।
এএসএস/বিএ
Advertisement