জাতীয়

সংসদে দাঁড়িয়ে আর বক্তব্য দেবেন না তিনি

জাতীয় সংসদের পক্ষ থেকে চিরবিদায় জানানো হল কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরীকে। মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।

Advertisement

গতকাল সোমবার রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল প্রায় ৭৪ বছর।

মরহুমের মরদেহে মহামান্য রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, চিফ হুইপ ও হুইপবৃন্দের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া এবং জাতীয় পার্টির দলের পক্ষে দলীয় নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

মরহুমের জানাজায় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ সদস্যসহ সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।

Advertisement

এর আগে মরহুমের রাজনৈতিক কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এইচএস/জেএইচ/পিআর