পুঁজিবাজারে তালিকাভুক্ত সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের ২০ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
Advertisement
মঙ্গলবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়। অর্থাৎ কোম্পানির শেয়ার হোল্ডাররা ১০০টি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে ২০টি শেয়ার পাবেন।
পর্ষদ সভা শেষে কোম্পানির প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ সেপ্টেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ সেপ্টেম্বর।
২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে এক টাকা ৯৭ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০ টাকা দুই পয়সা।
Advertisement
এমএএস/এএইচ/পিআর