অর্থনীতি

১০ শতাংশ লভ্যাংশ দেবে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে দুই শতাংশ নগদ এবং আট শতাংশ বোনাস।

Advertisement

মঙ্গলবার (১৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ডটি এ তথ্য প্রকাশ করে।

৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ সেপ্টেম্বর।

৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ইউনিট প্রতি মুনাফা হয়েছে এক টাকা চার পয়সা। আর বাজার মূল্যে ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা চার পয়সা এবং ক্রয় মূল্য ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৮৯ পয়সা।

Advertisement

চলতি বছরের ৩০ জুন শেষে মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিট প্রতি পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে এক টাকা ২০ পয়সা।

লভ্যাংশ ঘোষণার কারণে আগামী বৃহস্পতিবার এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট মূল্যের ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ ফান্ডটির ইউনিট মূল্য যত খুশি বাড়তে বা কমতে পারবে।

এমএএস/এএইচ/আরআইপি

Advertisement