সোমবার আগরতলায় শুরু হচ্ছে দুই দিনব্যাপি ভারত-বাংলাদেশ বাচিক উৎসব। আগরতলার আবৃত্তি সংগঠন ‘শ্রুতি’র তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়েছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা) আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উৎসবের উদ্বোধন করবেন ত্রিপুরার মূখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার।শ্রুতির সমন্বয়ক স্মীতা ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ভানুলাল সাহা, ডেপুটি স্পিকার শ্রী পবিত্র কর।দুই দিনব্যাপি এই বাচিক উৎসবে বাংলাদেশ থেকে যোগ দেবেন ঢাকার বাচিক শিল্পী লায়লা আফরোজ, চট্টগ্রামের রাশেদ হাসান, ব্রাহ্মণবাড়িয়ার মো. মনির হোসেন, রোকেয়া দস্তগীর, বাছির দুলাল। এছাড়াও ভারতের আসাম রাজ্যের শিলচর থেকে বাচিক শিল্পী মনোজ দেবও অংশ নেবেন এই উৎসেব। একক আবৃত্তিতে আগরতলা থেকে অংশ নেবেন উত্তম চক্রবর্তী, বৈসম্পায়ন দেব, স্মীতা ভট্টাচার্য এবং কে সারিতা। উৎসবে আগরতলা শহরের ছয়টি আবৃত্তি সংগঠন দলীয় পরিবেশনাসহ ককবরক, মনিপুরি, মগ ভাষায় দলীয় আবৃত্তি পরিবেশন করবেন।আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস
Advertisement