খেলাধুলা

স্পেনকে বিদায় বললেন ডেভিড সিলভাও

জেরার্ড পিকের অবসর ঘোষণার রেশ কাটতে না কাটতেই স্পেন হারিয়ে ফেলল আরেক পরীক্ষিত সেনানীকে। ম্যানচেস্টার ইউনাইটেডের স্প্যানিশ মিডফিল্ডার ডেভিল সিলভা বিদায় বলে দিয়েছেন আন্তর্জাতিক ফুটবলকে।

Advertisement

২০০৬ সালে অভিষেকের পর থেকে স্পেনের হয়ে ১২৫টি ম্যাচ খেলেছেন ডেভিড সিলভা। ৩২ বছর বয়সী এই মিডফিন্ডার দলের হয়ে জিতেছেন ২০১০ সালের বিশ্বকাপ, ২০০৮ এবং ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা।

বিদায়বেলায় সিলভা জানালেন, লা রোজাদের হয়ে যে অর্জন, তাতে গর্ববোধই করেন তিনি। বিদায়ের এই ক্ষণটাকে 'ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়' আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সিলভা লিখেছেন, 'আমি এমন একটি দলে ছিলাম এবং স্বপ্ন দেখতাম, যা আমার সারাজীবন মনে থাকবে। এটা (অবসরের সিদ্ধান্ত) সহজ ছিল না। তবে এই লাইনগুলো লেখার জন্য আমি যথেষ্ট অভিজ্ঞ। এই সিদ্ধান্ত নিতে আমি কয়েকদিন এবং সপ্তাহ ভেবেছি। জাতীয় দল আমাকে সব দিয়েছে, একজন খেলোয়াড় এবং মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে।'

স্পেনের জাতীয় দলে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবানই মনে করছেন সিলভা। আবেগে বাধ দিয়ে তিনি বলেন, 'আমি গর্বিত এবং আনন্দিত একজন মানুষ হিসেবেই বিদায় নিচ্ছি। আবেগ এবং হাজারও স্মৃতির সময়টা শেষ হয়ে গেল।'

Advertisement

এমএমআর/জেআইএম