জাতীয়

এফবিআই অভিজিতের মামলাকে গতিহীন করেছে

শুক্রবার রাজধানীর গোড়ানে ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এঘটনায় খিলগাঁও থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তবে শনিবার তদন্ত কাজে পুলিশকে সহযোগিতার কথা জানায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। অথচ এই এফবিআইয়ের কারণেই থমকে আছে ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের তদন্ত কাজ।অভিজিৎ রায়কে বিভিন্ন সময় ফেসবুকে হুমকি দেয়ার অভিযোগে ফারাবি শফিউর রহমানকে গ্রেফতার করে র‌্যাব। তবে এই হত্যাকাণ্ডের ৬ মাস পেড়িয়ে গেলেও এর সঙ্গে সরাসরি জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনীর কোন সংস্থা। তাদের দাবি, এফবিআই থেকে ঘটনার আলামত না পাওয়ায় তদন্তের অগ্রগতি হচ্ছে না।এবছরের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিতকে কুপিয়ে হত্যা করে কয়েকজন দুর্বৃত্ত। অভিজিত যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় বাংলাদেশ পুলিশের পাশাপাশি তদন্ত করছে এফবিআই। হত্যাকাণ্ডের পর এফবিআইয়ের ৫ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে আলামত সংগ্রহ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।তবে পুলিশের সহায়তার জন্য এর কয়েক দিন পরেই আলামত এবং আলামত যাচাই-বাছাইয়ের রিপোর্ট বাংলাদেশে পাঠানোর কথা ছিল। তবে হত্যাকাণ্ডের ৬ মাসেও সেগুলো পাঠায়নি এফবিআই। আর তাই তদন্ত কাজে অগ্রগতি না হওয়ার একমাত্র কারণ হিসেবে এফবিআইকেই দায়ী করছেন পুলিশ।অভিজিত রায় হত্যাকাণ্ডের মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান জাগো নিউজকে জানান, তদন্ত নিজ গতিতে চলছে। তবে এফবিআই থেকে আলামতগুলো এখনো পাওয়া যায়নি। সেগুলো পেলে ভালো হত।যে কারণে অভিজিতের তদন্ত থমকে আছে, একই কারণে নিলয়ের তদন্ত থেমে থাকে কি না। এমন প্রশ্নের জবাবে পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বলেন, ‘এফবিআই মাত্র গতকাল (শনিবার) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সহযোগীতার ইচ্ছা প্রকাশ করেছে। তারা এখনো তদন্তের দায়িত্ব নেন নি।’তদন্ত নিয়ে অভিজিতের বাবা শিক্ষাবিদ অজয় রায় জাগো নিউজকে বলেন, ‘বাংলাদেশ পুলিশ ও এফবিআই কেউই মামলার তদন্তের বিষয়ে আমার সঙ্গে কোন যোগাযোগ করে না।’নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ডিসি পর্যায়ের আরেক কর্মকর্তা জাগো নিউজকে জানান, এফবিআই যদি এই মামলার তদন্ত করে তবে এবার তাদের আলামত দেয়া উচিৎ হবে না। অভিজিত রায় যুক্তরাষ্ট্রের নাগরিক ছিল বলে তারা ছায়া তদন্ত করেছে তবে এবার তাদের হাতে আলামত দেয়ার যৌক্তিক কোন কারণ দেখছি না।নিলয় হত্যার তদন্তের বিষয়ে রোববার দুপুরে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে এফবিআই কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের কথা রয়েছে। বৈঠকটি ঢাকা মহানগর ডিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে।এআর/এআরএস/এমএস

Advertisement