লাইফস্টাইল

ডার্ক সার্কেল দূর করার ১০ উপায়

চোখের নিচে কালি পরলে নষ্ট হয় মুখের স্বাভাবিক সৌন্দর্য। পর্যাপ্ত ঘুমের অভাব, স্ট্রেস, জীবনযাপনের সমস্যা ইত্যাদি হাজারো কারণে এই ডার্ক সার্কেল তৈরি হয়। তবে হাতের কাছেই রয়েছে এর থেকে মুক্তির দাওয়াই। চলুন জেনে নেয়া যাক-

Advertisement

আরও পড়ুন: পার্লারে নয়, ঘরেই করুন ফেসিয়াল স্পা

টমেটো ও লেবুর রসের মিশ্রণ চোখের তলায় দিয়ে রাখুন। দশ মিনিট এই মিশ্রণ লাগিয়ে রাখলেই মিলবে মুক্তি।

আলুর রসে ভিজিয়ে নিন তুলোর বল। তারপর চোখের চারদিকে বুলিয়ে নিন এই বল। দশ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে নিন।

Advertisement

ফ্রিজে রাখা ঠান্ডা গ্রিন টি-এর ব্যাগে চোখ বোলালেও মিলবে ফল।

আমন্ড ওয়েল চোখের ডার্ক সার্কেলে বোলাতে হবে। সারারাত রেখে দিয়ে পরদিন সকালে ধুয়ে ফেললে মিলবে ফল।

চোখের নিচে কালি দূর করতে ঠান্ডা দুধের বিকল্প নেই। তুলোর বলে ঠান্ডা দুধ লাগিয়ে তা ডার্ক সার্কেলে ব্যবহার করুন।

যোগ বা মেডিটেশনও ভালো কাজ করে।

Advertisement

ঠান্ডা শসা দশ মিনিট লাগিয়ে রাখলে ফল মিলবে।

পুদিনা পাতা চোখের তলায় কালি দূর করতে পারে। এক সপ্তাহ পুদিনা পাতা বাটা ব্যবহারেই মিলবে ফল। সারারাত এই মিশ্রণ চোখে লাগিয়ে রাখতে হবে।

গোলাপ জল চোখের কালি দূর করার জন্য ভালো। ১৫ মিনিট রেখেই ধুয়ে ফেলতে হবে।

আরও পড়ুন: সৌন্দর্য বাড়াতে বাদামের ফেসপ্যাক 

বাটারমিল্কে হলুদ মিশিয়ে চোখে এই মিশ্রণ রেখে দিতে হবে পনেরো মিনিট। তার পরেই ঠান্ডা পানিতে ধুয়ে ফেলতে হবে।

এইচএন/আরআইপি