ধর্ম

কাবা শরিফের নতুন গিলাফ হস্তান্তর

কাবা শরিফের সিনিয়র তত্ত্বাবধায়ক সালেহ বিন জাইন আল আবিদিন আল-শায়েবকে কাবা শরিফের গিলাফ (কিসওয়া) হস্তান্তর করেছেন পবিত্র নগরী মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সাল। আরব নিউজ।

Advertisement

পবিত্র কাবা শরিফকে প্রতি বছর ৯ জিলহজ ইয়াওমে আরাফা তথা আরাফাতের দিন নতুন গিলাফ পড়ানো হয়। আল্লাহর ঘরকে পাঁচটি গিলাফ (কিসওয়া) দ্বারা আবৃত করা হয়। কাবা ঘরের ৪ পাশে ৪টি আর কাবা শরিফের দরজায় পর্দার মতো করে পঞ্চম কিসওয়াটি পড়ানো হয়।

পবিত্র কাবা শরিফের কিসওয়া তথা গিলাফ নির্মাণে অনেক সময় ব্যয় হয়। এতে ব্যবহার করা হয় মূল্যবান সিল্ক সুতা, ধাতু ও উন্নতমানের কাপড়। এ কিসওয়া নির্মাণে ১৭০ জন দক্ষ কারিগর নিরলস পরিশ্রম করে থাকেন।

আরও পড়ুন > জিলহজের প্রথম ১০ দিনের করণীয় ও ফজিলত 

Advertisement

গত রোববার পবিত্র নগরী মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সাল এ নতুন কিসওয়া বা গিলাফ কাবা শরিফের সিনিয়র তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) সালেহ বিন জাইন আল-আবিদিন আল-শায়েব-এর কাছে হস্তান্তর করেন।

হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পবিত্র নগরী মক্কার ডেপুটি গভর্নর আব্দুল্লাহ বিন বন্দর বিন আব্দুল আজিজ এবং দুই পবিত্র মসজিদের প্রধান ইমাম ড. শাইখ আব্দুর রহমান আস-সুদাইস।

এমএমএস/আরআইপি

Advertisement