জাতীয়

সাংবাদিকদের ওপর হামলা : পুলিশের ভূমিকা নিয়ে তদন্ত হচ্ছে

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় দুই সাংবাদিকের ওপর হামলার সময় ঘটনাস্থলে পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। একই সঙ্গে ওই ঘটনায় পুলিশের কোনো গাফলতি ছিল কি না - সে বিষয়েও দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

সোমবার পুলিশ হেড কোয়ার্টার্সে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন এবং ঈদুল আজহার নিরাপত্তা’র বিষয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশ কতটুকু নিষ্ক্রিয় ছিল বা ছিল কি না তা তদন্ত হচ্ছে।

আইজিপি বলেন, সেদিন পুলিশের ওপরেও হামলা হয়েছিল। রাজারবাগ ও মিরপুর পুলিশ লাইন্সে এবং কাফরুল থানায় হামলা হয়েছে। সাংবাদিক নির্যাতনের ঘটনায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে। তারা ভিডিও ফুটেজ ও পত্রপত্রিকার তথ্য যাচাই বাছাই করে তদন্ত করবেন।

নিরাপদ সড়কের দাবিদের শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে কর্তব্যরত সাংবাদিকদের ওপর হেলমেট ও মুখে কাপড় বেঁধে একদল যুবক হামলা করে। এতে বার্তাসংস্থা এপির ফটোসাংবাদিক এএম আহাদ, জনকণ্ঠের জাওয়াদ, বণিক বার্তার পলাশ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আহমেদ দীপ্তসহ বেশ কয়েকজন আহন হন। এ ছাড়া হামলার মুখে পড়েন জাগো নিউজের ফটোসাংবাদিক বিভাষ দিক্ষিৎ বিপ্লব। তার ক্যামেরাও কেড়ে নেয়ার চেষ্টা করে হামলাকারীরা।

Advertisement

এআর/আরএস/জেআইএম