ফিচার

যে কারণে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা ঠিক নয়

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনই কিছু না কিছু আপলোড করি। এর অধিকাংশই ছবি বা ভিডিও। বিভিন্ন সময়ে ছবি তুলে পরীক্ষা না করেই আপলোড করে দেই। ছবি শেয়ারের সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছবির সঙ্গে প্রকাশ করে দেই। এতে হয়তো নিজের অজান্তেই প্রিয়জনের বিপদ ডেকে আনছি। তাই ছবি পোস্ট করার আগে কিছু বিষয়ে খেয়াল রাখা উচিত।

Advertisement

ছবিতে কী দেখা যাচ্ছে: অনেক সময় সেলফি অথবা ফোনে তোলা ছবিতে নিজেকে ছাড়াও অনেক ব্যক্তিগত তথ্য থেকে যায়। বিশেষ করে ঘরের ভেতরে তোলা ছবিতে বাড়ির অনেক কিছুই দেখা যায়। যা নিজের সুরক্ষার ক্ষেত্রে অন্তরায়। এছাড়া ছবিতে অন্য কেউ থাকলে, তিনি কোথায় রয়েছেন তা জনসমক্ষে চলে আসে। ফলে অজান্তেই নিজেকে ও অন্যকে বিপদের সামনে ঠেলে দিতে পারেন।

> আরও পড়ুন- মনের চাপ কমাতে বন্ধ রাখুন ফেসবুক

কোথায় তোলা: ছবি একঝলক দেখেই বোঝা যায়, ছবিটি কোথায় তোলা। ফলে ঠিক কোন জায়গাতে আছেন, তা বিশ্বের যে কোনো ব্যক্তি জেনে নিতে পারবেন। এছাড়া বাড়িতে তোলা ছবির ভৌগলিক অবস্থান অন থাকলে সারা বিশ্বের কাছে বাড়ির ঠিকানা পৌঁছে যাচ্ছে। পরে অন্য কোথাও গিয়ে ছবি পোস্ট করলে সহজেই বোঝা যাবে যে, আপনি বাড়িতে নেই। আর চোরের কাছে তো আপনার বাড়ির ঠিকানা রয়েছেই।

Advertisement

ছবির মেটাডাটা: ছবি কী সেটিংসে, কোথায়, কবে, কখন তোলা হয়েছে তা স্টোর থাকে মেটাডাটায়। এই ডাটা ব্যবহার করে যে কেউ আপনার বাড়ি বা প্রিয়জনের বাড়িতে তোলা ছবি থেকে সেই জায়গার ঠিকানা পেয়ে যেতে পারেন। তাই ছবি শেয়ার করার আগে ছবির মেটাডাটা ডিলিট করে দিন।

এসইউ/জেআইএম