খেলাধুলা

পাকিস্তানে যেতে আগ্রহী না সালমারা

পাকিস্তানের নিরাপত্তা অবস্থা দেখতে পর্যবেক্ষক দল পাঠানো হবে, বিসিবির এমন সিদ্ধান্তের পর সবাই ভেবেছিল পাকিস্তান সফর করবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। কিন্তু যাওয়া এখনো অনিশ্চিত। ওয়াসিম আকরামের গাড়ির ওপর গুলীবর্ষণের ফলে সালমা খাতুনরা এখন পাকিস্তান যেতে ভয় পাচ্ছেন।পাকিস্তান সফর ও ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের সিরিজ খেলার প্রস্তুতি নিতে ব্যস্ত মহিলা ক্রিকেটাররা। সালমাদের এই প্রস্তুতি আগামী বছরের টি-২০ বিশ্বকাপের জন্যও। পাকিস্তান সফরের বিষয়ে সরাসরি কিছু বলতে না চাইলেও ভয়ের কথা স্বীকার করেছেন সালমা। বলেন, যে কেউ পাকিস্তান যেতে ভয় পাবেন। আমাদের ভয় করবে এটাই স্বাভাবিক। পাকিস্তানের নিরাপত্তা নিয়ে এমনিতেই চিন্তা সবার। এখন সেই চিন্তা বেড়ে গেছে ওয়াসিম আকরামের গাড়ির ওপর গুলি বর্ষণের ফলে। অবশ্য সফর হবে কি না, এখনো জানি না। বিসিবি বললে আমাদের যেতে হবে।সালমা বিসিবির উপর দায়ভার চাপিয়ে দিলেও সিনিয়র ক্রিকেটার পান্না ঘোষ সফর নিয়ে নেতিবাচক উত্তর দিয়েছেন, আমরা পাকিস্তানে যেতে আগ্রহী নই। শ্রীলঙ্কার ওপর হামলা হয়েছে। ওয়াসিম আকরামের ওপর হয়েছে। ওদের সাবেক অধিনায়কই যখন নিরাপদ নন, তখন আমরা তো দূরের ব্যাপার।এমআর

Advertisement