ঝিনাইদহের শৈলকুপায় সারের ডিলার হাজী লতিফ হত্যা মামলায় মোস্তাফিজুর রহমান (৩৮) ও সামু আহমেদকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া অপর আসামি রাকু হোসনেকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।
Advertisement
রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক গোলাম আজম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর একই উপজেলার বগুড়া গ্রামের মাহবুর রহমানের ছেলে, রাকু ওই এলাকার আব্দুর রউফের ছেলে এবং সামু কামান্না গ্রামের মৃত হিরু আহমেদের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ৭ এপ্রিল জেলার শৈলকুপা উপজেলার আহসান নগর গ্রামের সারের ডিলার ব্যবসায়ি হাজী আব্দুল লতিফকে শত্রুতামূলকভাবে সন্ত্রাসীরা শ্বাসরোধ করে হত্যা করে। এ হত্যাকাণ্ডের পর নিহতের ছেলে মামুনুর রশিদ বাদী হয়ে চার জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
Advertisement
রায় দেয়ার সময় দুইজন আসামি উপস্থিত থাকলেও ৫ বছরের কারাদণ্ড প্রাপ্ত আসামি রাকু হোসেন পলাতক রয়েছেন। বাকি সুকনাল নামের এক আসামি মারা যাওয়ায় তাকে এ মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
আহমেদ নাসিম আনসারী/আরএ/পিআর