সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাওয়া এক নারী তীর্থযাত্রী জুতা হারিয়ে খালি পায়ে হাঁটছিলেন। রাস্তায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এক সদস্য বিষয়টি খেয়াল করেন। পরে নিজের পায়ের জুতা খুলে ওই নারীকে পরিয়ে দেন তিনি।
Advertisement
সামাজিক যোগাযোগমাধ্যমে তীর্থযাত্রী নারীকে পুলিশ সদস্যের জুতা পরিয়ে দেয়ার একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়। পুলিশ সদস্যের এমন হৃদয়স্পর্শী আচরণের ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।
সৌদি আরবের অারবি ভাষার দৈনিক আল-বায়ান বলছে, ভিডিওতে পুলিশের যে কর্মকর্তা নিজের জুতা নারী তীর্থযাত্রীকে দিয়েছেন তিনি বলেছেন, ওই নারীর একটি জুতা হারিয়ে গিয়েছিল। পরে মাটির উত্তাপ থেকে বাঁচতে এক টুকরো কাগজ পায়ে বেঁধে হাঁটার চেষ্টা করেন তিনি। এ দৃশ্য দেখে ওই নারী যাতে পবিত্র হজ সম্পন্ন করতে কোনো সমস্যায় না পড়েন সেজন্য নিজের জুতা দিয়ে দেন পুলিশের ওই কর্মকর্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পুলিশ কর্মকর্তার দয়ালু কাজের ব্যাপক প্রশংসা করছেন।
সূত্র : খালিজ টাইমস।
Advertisement
#شكرا_رجال_الامن #السعوديه_ترحب_بالعالم #الحج #القوه_الخاصه_لامن_المسجد_الحرام #المقطع_ليس_من_تصويري
A post shared by باسم طلال (@basem.t.d) on Aug 10, 2018 at 11:14am PDT
এসআইএস/আরআইপি
Advertisement