দেশজুড়ে

নিজ গ্রামে নিলয়ের শেষকৃত্য সম্পন্ন

পিরোজপুরে সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামে শেষকৃত্য সম্পন্ন হলো রাজধানীতে দুর্বৃত্তদের হামলায় নিহত ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়ের। শনিবার দিবাগত রাত ২টার দিকে তার মরদেহের শেষকৃত্য সম্পন্ন হয়।এর আগে  রাত ১০টার দিকে তার মরদেহ নিজ গ্রাম চলিশায় পৌঁছায়। পরে রাত সোয়া ১২টা শুরু হয় শেষকৃত্য। নীলাদ্রির বোন জয়শ্রী চট্টোপাধ্যায় জানান, আগে থেকেই পারিবারিকভাবে শেষকৃত্যের সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল।এদিকে রাতে নীলাদ্রির গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছানোর পর তার মায়ের আহাজারি ও স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে। নিলয়কে এক নজর দেখতে তার বাড়িতে মানুষের ঢল নামে।নিহত ব্লগার নিলয়ের বোন দেব জ্যোতি জানান, নিলয়ের স্ত্রী আশা মনি রাজধানী গোরানের বাসা ছেড়ে লালবাগে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন। ওই হত্যাকাণ্ডের পর থেকে আশা মনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন।উল্লেখ্য, শুক্রবার রাজধানীর উত্তর গোড়ান এলাকায় নিজ বাসায় নীলান্দ্রী চট্টোপাধ্যায় নিলয় নামের ব্লগারকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। দুপুরে গোড়ানের ৮ নম্বর রোডের পানির পাম্পের গলিতে ১৬৭ নম্বর বাড়ির ৫ তলার ঘর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।ব্লগার নিলয় হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে ভারতীয় উপমহাদেশে আল কায়েদার শাখা `আনসার আল ইসলাম` নামের একটি সংগঠন। এদিকে এ সংগঠনটির অস্তিত্ব আছে কি-না তা খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে সংগঠনটি বাংলাদেশে কোনো কার্যক্রম পরিচালনা করছে কি-না তাও খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ।## পিরোজপুরের পথে নিলয়ের মরদেহ## রোববার ডিবি অফিসে যাচ্ছেন এফবিআই কর্মকর্তারা## হামলার ধরণ একই হলেও পাল্টেছে সময় ও স্থান## ব্লগার হত্যাকাণ্ডে জাতিসংঘের নিন্দা## ব্লগার নিলয় হত্যার ঘটনায় মামলা## ব্লগার নিলয় হত্যা মামলার তদন্তে এফবিআই’র আগ্রহ প্রকাশ

Advertisement

বিএ