খুলনা মহানগরীর বিপুল পরিমান ইয়াবা ও ফেনসিডিলসহ পুলিশের এএসআই ও কনষ্টেবলসহ ৫ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতাকৃতদের কাছ থেকে এক হাজার ৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- খুলনা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মরত এএসআই আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাট সিআইডির কনস্টেবল সোহানুর রহমান, এছাড়া সোনালী জুট মিলের কর্মকর্তা মেহেবুব বিন আফতাব, নাহিদ শেখ ও সোহেল বেগ।
Advertisement
শনিবার সকাল সাড়ে ১০টার দিতে খালিশপুর থানার আইজ্যার মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
নগরীর খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, নগরীর আইজ্যার মোড় এলাকায় এপিবিএনর এএসআই আব্দুল্লাহ আল মামুন ও সোনালী জুট মিলের কর্মকর্তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে খালিশপুর থানা পুলিশ তাদের দুইজনকে গ্রেফতার করে। পরে জানা যায় যে আব্দুল্লাহ আল মামুন এএসআই। তার সঙ্গে থাকা মেহেবুব বিন আফতাব সোনালী জুট মিলের কর্মকর্তা। পরে তাদের দুজনকে তল্লাশী করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে খানজাহান আলী থানার যোগীপোল এলাকা থেকে বাগেরহাট সিআইডিতে কর্মরত কনস্টেবল এসএম সোহানুর রহমান, তার সহযোগী নাহিদ শেখ ও সোহেল বেগকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকেও ৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ইয়াবা উদ্ধার করা হয়। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
আলমগীর হান্নান/আরএ/এমএস
Advertisement