ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ শেষে আম্পায়ারের কাছ থেকে বল চেয়ে নিয়েছিলেন ভারতের উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। তার এই কাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছিল বিস্তর। চেষ্টা করা হয়েছিল এই ঘটনার রহস্য জানার।
Advertisement
অনেকেই অনেক মত দিলেও আসল কারণ কেবল বলতে পারতেন ঘটনার হোতা ধোনিই। দীর্ঘদিন এ বিষয়ে চুপ থাকার পরে অবশেষে ব্যাখ্যা দিয়েছেন ধোনি। তার মতে ইংল্যান্ডের আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই আম্পায়ারের কাছ থেকে বল নিয়েছিলেন তিনি।
আইসিসি ক্রিকেট ডট কমে দেয়া সাক্ষাৎকারে ধোনি বলেন, ‘যেহেতু আসন্ন বিশ্বকাপটা ইংল্যান্ডেই হবে তাই আমাদের জানতে হবে যে রিভার্স সুইং পেতে আসলে আমাদের কি করতে হবে। আমাদের প্রতিপক্ষ দল দুই পাশেই রিভার্স সুইং আদায় করে নিচ্ছিল। তাই আমি আম্পায়ারের কাছ থেকে বলটা নিয়েছিলাম।’
বল নেয়ার পরিকল্পনার ব্যাখ্যায় ধোনি আরও বলেন, ‘পঞ্চাশ ওভার শেষে বলটা আইসিসির কোন কাজে আসে না। তাই ম্যাচ শেষে আম্পায়ারের কাছে অনুরোধ করলাম বলটা আমাকে দিয়ে দিতে। পরে এটি আমি আমাদের বোলিং কোচকে দিয়েছিলাম যাতে তিনি আমাদের বোলারদের নিয়ে রিভার্স সুইংয়ের ব্যাপারে কাজ করতে পারেন।’
Advertisement
এসএএস/এমএস