জাতীয়

সিলেট থেকে বিমানের হজ ফ্লাইট শুরু

সিলেট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুক্রবার শুরু হয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান।

Advertisement

বিমানমন্ত্রী বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের স্বাচ্ছন্দ্যে হজব্রত পালনে সম্ভব সব পদক্ষেপ নিতে সরকার অঙ্গীকারবদ্ধ। শাহজালালের পূণ্যভূমি সিলেটে বাংলাদেশ বিমানের বিপুল পরিমাণ যাত্রী বসবাস করেন। তাই ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সিলেটকে বরাবরই অগ্রাধিকার দিয়ে থাকে বিমান। এরই ফলশ্রুতিতে বরাবরের মতো এবারও সিলেট থেকে বিমান হজ ফ্লাইট পরিচালনা করছে।

তিনি আরও বলেন, এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি যাবেন। সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন হজে গমন করবেন। হজ চুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর অর্ধেক অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী বিমান এবং অবশিষ্ট ৬৩ হাজার ৫৯৯ জন যাত্রী সৌদিয়া এয়ারলাইন্স পরিবহন করবে।

জেডএ

Advertisement