বিনোদন

চলে গেলেন কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমীন

পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমীন। শনিবার সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাঁর মৃত্যুর খবরে দেশের সংগীতাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।ফরিদা ইয়াসমীনের ভাগিনা কণ্ঠশিল্পী আগুন জানান, বার্ধক্যজনিত অসুস্থতায় সপ্তাহখানেক আগে খালাকে (ফরিদা ইয়াসমীন) বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার ইন্তেকাল করেন তিনি।তিনি আরো জানান, তাঁর মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। রোববার সেগুনবাগিচার বাসায় নেয়ার পর দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেন-ফরিদা ইয়াসমীন দম্পতির দুই ছেলে রয়েছে।এসএইচএস/আরআইপি

Advertisement