বিশ্বের বিভিন্ন দেশের হাইস্কুল শিক্ষার্থীদের তোলা ছবি নিয়ে জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হাইস্কুল আলোকচিত্র উৎসবে বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় কিশোরী রাইসা ফারিয়া হিয়া।
Advertisement
দেশটির ‘টাউন অব ফটোগ্রাফি’ খ্যাত হিগাশিকাওয়ায় এই আলোকচিত্র উৎসবের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিশ্বের ১৮টি দেশের হাইস্কুল শিক্ষার্থীসহ স্থানীয় ৩টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
পাঁচ দিনব্যাপী এ উৎসবে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা তাদের আলোকচিত্র প্রদর্শন করে। উৎসবে বিভিন্ন ক্যাটাগরির পাঁচটি পুরস্কার জন্য লড়ে শিক্ষার্থীরা।
রাইসা ফারিয়া হিয়া ক্যানবেরা হাইস্কুল থেকে তিন সদস্যের একটি দলের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয়। দলের অন্য দুই সদস্য হলো- জেসলিন মালহোত্রা ও জি ইয়ুন বায়েক। ক্যানবেরার প্রকৃতির স্থিরচিত্র প্রদর্শনী করে সর্বোচ্চ অনলাইন ভোট পেয়ে বিশেষ পুরস্কার পায় হিয়া ও তার দল।
Advertisement
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বসবাসরত হিয়ার মা আলফা আরজু বাংলাদেশে সাংবাদিকতা করতেন।
এমবিআর/এমএস