দেশজুড়ে

প্রেমিকার মৃত্যুর খবরে প্রেমিকের আত্মহত্যা

প্রেমিকার মৃত্যুর খবরে প্রেমিকের আত্মহত্যা

প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী পৃথকস্থানে আত্মহত্যা করেছে। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোকনুজ্জামান এবং আল হাদিস বিভাগের চেয়ারম্যান ড. আশরাফুল আলমের মেয়ে মুনতা হেনা।

Advertisement

জানা গেছে, পারিবারিকভাবে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ঝিনুক টাওয়ারের পঞ্চমতলায় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন হেনা।

এদিকে প্রেমিকার মৃত্যুর সংবাদ শুনে রাত ৮টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার মতিমিয়া রেলগেট এলাকায় পোড়াদহ থেকে গোয়ালনন্দগামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন রোকনুজ্জামান। তার বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়।

পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, কুষ্টিয়ার সদর উপজেলার মতিমিয়া রেলগেট এলাকায় গোয়ালনন্দগামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।

Advertisement

তার বাড়ি চুয়াডাঙ্গায় এবং সে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের শেষবর্ষের ছাত্র। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

অাল মামুন সাগর/বিএ