আগামী সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে বরিশালের আঞ্চলিক নির্বাচন কমিশন। বরিশালের ৬টি নির্বাচনী এলাকায় ভোটার ও ভোটকেন্দ্র দুটিই বেড়েছে।
Advertisement
নির্বাচন কমিশনের তথ্য অনুুযায়ী বরিশালের ৬টি নির্বাচনী এলাকায় ভোটার বেড়েছে ২ লাখ ৪৫ হাজার ২৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটারা বেড়েছে ১ লাখ ৩৩ হাজার ১৯৬ জন এবং নারী ভোটার বেড়েছে ১ লাখ ১৪ হাজার ১১৫ জন। একইসঙ্গে এবারের নির্বাচনে ভোটকেন্দ্র বেড়েছে ১৮৫টি এবং বুথ বেড়েছে ৭২টি।
নির্বাচন কার্যালয় সূত্র থেকে জানা গেছে, ২০১৩ সালের সংসদীয় নির্বাচনে বরিশালের ৬টি নির্বাচনী এলাকায় মোট ভোটার ছিল ১৫ লাখ ২৯ হাজার ২৬৪ জন। এদের জন্য ছিল ৬২৭টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৯১২টি বুথ। এবার সর্বমোট ১৭ লাখ ৭৬ হাজার ৫৫৫ জন ভোটারের জন্য নির্ধারিত হয়েছে ১৮৫টি কেন্দ্র এবং ৩ হাজার ৯৯৪টি বুথ। গত নির্বাচনে অবশ্য ৩টি নির্বাচনী এলাকায় প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
বেশি ভোটার রয়েছে বরিশাল সদর আসন এবং সবচেয়ে বেশি কেন্দ্র বেড়েছে বাবুগঞ্জ ও মুলাদী নির্বাচনী এলাকায়। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ভোটার বেড়েছে ৩২ হাজার ৯৭৫ জন। ভোটকেন্দ্র বেড়েছে ৩৪টি।
Advertisement
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ৪৩ হাজার ২৭৯ জন নতুন ভোটারের সঙ্গে ভোটকেন্দ্র বেড়েছে ৩৬টি। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ৩৫ হাজার ৪৬৪ জন ভোটারের সংখ্যা বৃদ্ধির সঙ্গে ভোটকেন্দ্র বেড়েছে ৪৩টি।
পাশাপাশি বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে ভোটার বেড়েছে ৪৯ হাজার ৪২৪ জন এবং কেন্দ্র বেড়েছে ৪১টি। বরিশাল-৫ (সদর) আসনে বেড়েছে ৫৪ হাজার ৯৬০ জন ভোটার এবং কেন্দ্র বেড়েছে ১৫টি। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ৩১ হাজার ১৯০ জন ভোটারের সংখ্যা বৃদ্ধির সঙ্গে ভোটকেন্দ্র বেড়েছে ১৬টি।
বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, ভোটকেন্দ্রের প্রকাশিত খসড়া তালিকার ওপর দাবি, আপত্তি ও সুপারিশ গ্রহণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ আগস্ট। ওই সময়ের মধ্যে প্রার্থীদের কোনো আপত্তি ও সুপারিশ থাকলে তা লিখিত আকারে দিতে হবে। ২৭ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ওই আপত্তি ও সুপারিশের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। ৬ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার ও ভোট কেন্দ্রের তালিকা।
সাইফ আমীন/এএম/পিআর
Advertisement