শিশুদের বহনকারী একটি বাসে হামলায় ৪১ জন নিহত ও আরো ৬১ জন আহত হয়েছেন। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
Advertisement
টুইটারে দেয়া এক বার্তায় আইসিআরসি বলছে, বৃহস্পতিবার সকালে দাহিয়ান মার্কেটের কাছে শিশুদের বহনকারী বাস আক্রান্ত হয়েছে। ইয়েমেনে আইসিআরসি সমর্থিত হাসপাতালে এক ডজনের বেশি মরদেহ ও আহত ব্যক্তিকে নেয়া হয়েছে।
ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ বলছে, শিশুদের বহনকারী বাসে হামলায় কমপক্ষে ৪১ জন নিহত ও আরো ৬১ জন আহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের সাদার দাহিয়ান মার্কেটের কাছে ওই হামলা হয়েছে।
ইয়েমেনে নিযুক্ত আইসিআরসির প্রধান জোহানেস ব্রুয়ার বলেছেন, বেশ কয়েকজন নিহত, অনেকে আহত হয়েছেন; যাদের অধিকাংশের বয়স ১০ বছরের নিচে।
Advertisement
দেশটির গোত্রীয় প্রধানদের বরাত দিয়ে বার্তাসংস্থা এপি বলছে, হামলায় শিশুসহ কমপক্ষে ২০ জনের প্রাণহানি ঘটেছে।
স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী হুথি সমর্থিত টেলিভিশন আল মাসিরাহ বলছে, সৌদি আরব ও আরব আমিরাত নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় এ প্রাণহানির জন্য দায়ী। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বিশাল একশি অংশের নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা।
এসআইএস/পিআর
Advertisement