রাজনীতি

চক্রান্তের মধ্য দিয়েই খালেদার জন্ম : নাসিম

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া পরাজিত হয়ে কৌশলে চুপ রয়েছেন। কিন্তু তার চক্রান্ত থেমে নেই। কারণ চক্রান্তের মধ্য দিয়েই তার জন্ম হয়েছে। ১৫ আগস্টে ভুয়া জন্মদিন পালন করার মধ্য দিয়েই খালেদা জিয়ার প্রতিহিংসা পরায়ন কর্মকাণ্ডের প্রমাণ মেলে। নতুবা বুড়ো বয়সে কেউ কেক কাটতে পারে না।শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অডিটোরিয়ামে হল শাখা ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।হল শাখা ছাত্রলীগের সভাপতি দারুস সালাম শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াজ আল রিয়াদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আখাতারুজ্জামান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রাশেকুর রহমান, বঙ্গবন্ধু হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুস সবুর খান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এ এম জাকির হোসাইন, ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।আওয়ামী লীগের মধ্যে ভিন্ন মতের লোকদের প্রবেশকে ইঙ্গিত করে নাসিম বলেন, আমাদের পরিবারটা অনেক বড়। এখানে অন্য কেউ আসতে পারে না। আমরা ছাত্রলীগের মতো একটা বড় পরিবারের সদস্য। আমাদের কি দরকার এই বোঝাটা বাড়ানোর? এই পরিবারটা বাড়িয়ে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ বানিয়ে কি হবে? আমরা যারা এখানো আছি, মাঠে আছি, নির্যাতন ভোগ করেছি শেখ হাসিনার নেতৃত্বে। কেন আমাদের বাহিরের লোক আনতে হবে। আজকে আমরা যখন একা আছি মাঠে আছি, অনেক সুযোগ সন্ধানী মতলববাজ আওয়ামী লীগ এবং ছাত্রলীগে ঢুকবে! ঢোকা অসম্ভব কিছু নয়, স্বাভাবিক। ১৫ আগস্টের আগেও এমন অবস্থা হয়েছিল।তিনি বলেন, ৭ বছর ক্ষমতায় আছি বলে নিজেদের আত্মতৃপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। এখন হচ্ছে কঠিন সময়। ছাত্রলীগের নেতাকর্মীদের মনে রাখতে হবে তোমরা হলে আমাদের সংগঠনের ১ম সারির।মন্ত্রী বলেন, আজ আমরা শিশুদের হত্যা করছি। আমাদের সমাজের অবক্ষয় কোথায় চলে গেছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি আইন শৃংখলা বাহিনীকে বলবো আপনাদের খেয়াল রাখতে হবে। কারণ আপনারা ৫ জানুয়ারির মতো সময় মোকাবেলা করেছেন। যেন এমন ঘটনা না ঘটে।এমএইচ/একে/আরআইপি

Advertisement