ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সমর্থন দিয়েছে পাকিস্তানি তালেবান। ঈদুল আজহা উপলক্ষে এক বিবৃতিতে সংগঠনটি ইরাকে ও সিরিয়ায় যুদ্ধরত আইএসের প্রতি সমর্থনের কথা জানায়।
Advertisement
শনিবার তেহরিক-ই-তালেবান (টিটিপি) নেতা মওলানা ফাজলুল্লাহর পক্ষে তার মুখপাত্র শহিদুল্লাহ শহিদ বিবৃতিটি প্রকাশ করে।
বিবৃতিতে আইএসের বিরুদ্ধে মার্কিন জোটকে ‘শত্রু’ আখ্যায়িত করে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।
সিরিয়া ও ইরাকের আইএসের উদ্দেশে ফাজলুল্লাহ বলেন, ও আমার ভাইয়েরা, শত্রুদের বিরুদ্ধে তোমাদের বিজয়ে আমরা গর্বিত। সুসময় ও দুঃসময় আমরা তোমাদের সঙ্গেই আছি।
Advertisement
আইএসের লক্ষ্য উদ্দেশ্যকে পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন, এই খারাপ সময়ে তোমাদের ধৈর্য্য ধরার অনুরোধ করছি। যৌথভাবে শত্রুর মোকাবেলা করতে হবে।
আরবি, উর্দু, পশতু ভাষায় প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় তোমাদের পাশে থাকবে। আমরা আমাদের সাধ্যমতো সাহায্য করব।
বিশ্বব্যাপী ইসলামিক খলিফা প্রতিষ্ঠার জন্য মধ্য পূর্বাঞ্চলীয় জিহাদিদের সাহায্য করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
এদিকে ডন অনলাইনের খবরে বলা হয়, আইএস ও আল-কায়েদার মধ্যে সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। তবে সম্প্রতি পেশোয়ারে আইএসের প্রশংসা করে আল কায়েদা লিফলেট বিতরণ করেছে।
Advertisement