রাজনীতি

সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বিএনপির সঙ্গে শত্রু শত্রু খেলার কোনো কারণ নেই। বিএনপি সরকারের শত্রু নয়। আমরা সরকারকে সহায়তা করছে চাই।শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।রিপন বলেন, যে সংকটের কারণে আজ ঘরে ঘরে আতঙ্ক বিরাজ করছে সে সংকট সমাধানে সরকারকে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে।দেশে আইনের শাসন ও জবাবদিহিতার অনুপস্থিতিতে ব্লগার হত্যাসহ দেশব্যাপী শিশু ও নারী নির্যাতনের ঘটনা ‘অস্বাভাবিকভাবে’ বাড়ছে বলে দাবি করেছেন বিএনপির এই মুখপাত্র।তিনি মনে করেন, রাষ্ট্রে এক ধরনের অস্থিরতা চলছে বলেই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। জনগণের কাছে দায়বদ্ধ সরকার থাকলে সুশাসন নিশ্চিত হতো এবং তখন এই ধরনের ঘটনা ঘটতো না।সরকারের মধ্যে ‘জঙ্গিবাদের জিগির’ আছে উল্লেখ করে বিএনপির মুখপাত্র বলেন, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন হবে যদি বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়।এক প্রশ্নের জবাবে রিপন বলেন, কোনো হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না। সব হত্যাকাণ্ডের নিন্দা করি। দেশের আইনের শাসন ও জবাবদিহিতা না থাকায় এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডগুলো ঘটছে।তিনি বলেন, আমরা মনে করি- আমাদের পরস্পরের সংবেদনশীল বিষয়গুলো সম্পর্কে সম্মানবোধ থাকা উচিত। এছাড়া যে যে ধর্মেরই লোক হোন না কেন অপরের ধর্ম নিয়ে কটুক্তি ও কটাক্ষ করা উচিত নয়।একজন হিন্দুর যেমন উচিত নয় ইসলাম, রাসুল (সা:) ও আল্লাহকে নিয়ে কোনো কটুক্তি করা। তেমনি কোনো মুসলমানেরও উচিত নয় হিন্দু ধর্ম বা অন্য ধর্ম সম্পর্কে কটুক্তি ও কটাক্ষ করা।সাম্প্রতিক সময়ে দেশে শিশু ও নারী নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে রিপন বলেন, দেশে অস্বাভাকিভাবে শিশু ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে। ২০১২ থেকে এ সময় পর্যন্ত এক হাজারের মতো শিশু নির্যাতনে মারা গেছে।তিনি বলেন, ‘দেশে বিচারহীনতার সংষ্কৃতি চলছে। রাষ্ট্রে জবাবদিহিতা একেবারেই নেই। সুশাসন অনুপস্থিত। যারা মনে করে অন্যায় করলে কোনো বিচার হবে না, যারা মনে করে জনগণকে পঁচা গম খাওয়ালে জনগণ রূখে দাঁড়াবে না; তাদের এই মানসিকতাই দেশব্যাপী নির্যাতন ও নৈরাজ্যের জন্য দায়ী’।এমএম/একে/আরআইপি

Advertisement