ভারতের কারাগারে আটক ১৬ পাকিস্তানি নাগরিককে মুক্তি দিয়েছে ভারত। শনিবার ওয়াগাহ সীমান্তের মাধ্যমে এসব পাকিস্তানি নাগরিককে দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর ডন নিউজের।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মুক্তি পাওয়া এসব বন্দি পাকিস্তানের নাগরিক। দুই বছরের বেশি সময় ধরে তারা গুজরাটের একটি কারাগারে আটক ছিলেন। এদের মধ্যে ৯ জন জেলে। মুক্তি পাওয়াদের বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহার করে নেয়া হয়েছে।জুলাইয়ে দুই দেশের প্রধানমন্ত্রী এক বৈঠকে বসেন। বৈঠকে দুই দেশের কারাগারে আটক জেলেদেরকে মুক্তির দেয়ার ব্যাপারে একমত পোষন করেন তাঁরা। উল্লেখ্য, গত সপ্তাহে পাকিস্তান ভারতের ১৬৩ জেলেকে মুক্তি দেয়ার পর শনিবার ভারতীয় এসব বন্দিকে মুক্তি দিলো। এসআইএস/এমআরআই
Advertisement