মুক্তিযোদ্ধা ও ভাস্কর্য শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণীকে মুঠোফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে। শনিবার বিকেল ৫টা ৭ মিনিটে ০১৭৩৯৩০১১২৯-এই নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেয়া হয়। ফেরদৌসী প্রিয়ভাষিণী জাগো নিউজকে জানান, বিকেল ৫টা ৭ মিনিটে ওই নম্বর থেকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে উল্টাপাল্টা কথা বলছিল। কথার একপর্যায়ে ওই ব্যক্তি হুমকি দিয়ে বলেন, ‘তোমার পরিণতিও ব্লগার নিলয়ের (নীলান্দ্রী চট্টোপাধ্যায়) মতো হবে। এ ঘটনার প্রেক্ষিতে একটি সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে জানিয়ে ফেরদৌসী প্রিয়ভাষিণী বলেন, ‘আমি ধানমন্ডিতে বেঙ্গল গ্যালারিতে আছি। দ্রুতই একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে ধানমন্ডি থানায় যাবো। এদিকে এ ঘটনার কিছুক্ষণ পর ফেরদৌসী প্রিয়ভাষিণীর ছেলে দারুর মুঠোফোনেও কল করে তার মাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হেলাল উদ্দিন জাগো নিউজকে জানান, এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এআর/একে/আরআইপি
Advertisement