অর্থনীতি

ফ্রিজ বিক্রিতে ওয়ালটনের রেকর্ড

ঈদ সামনে রেখে এবার রেকর্ড পরিমাণ ফ্রিজ বিক্রি করেছে ওয়ালটন।  গত বছরের তুলনায় ৪৫ শতাংশ বেশি বিক্রি হয়েছে ওয়ালটন ফ্রিজ। এরইমধ্যে তাদের বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। সেইসঙ্গে ওয়ালটনের টিভি সেটও বিক্রি হচ্ছে রেকর্ড পরিমাণ। এছাড়া ওয়ালটনের মোবাইল ফোন, এসি এবং হোম এ্যাপ্লায়েন্স বিক্রিও বেড়েছে ব্যাপকহারে। ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম জানান, ফ্রিজ টেকনোলজিতে নতুন যুগের সূচনা করেছে ওয়ালটন।  ব্যবহৃত হচ্ছে প্রযুক্তির বিস্ময় ন্যানো টেকনোলজি।  নিয়মিত গবেষণা এবং সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি হচ্ছে ওয়ালটন ফ্রিজ। ক্রেতাদের চাহিদার বিষয়টি মাথায় রেখে বড় ডিপযুক্ত ফ্রিজ বানানো হচ্ছে।  যেটা আমদানি করা ফ্রিজে নেই।  ব্যাপক পরিবর্তন এসেছে ডিজাইন এবং মানে। অন্যদিকে উৎপাদন বৃদ্ধি এবং ওভারহেড কস্ট কমে যাওয়ায় কমেছে দাম। আফটার সেল সার্ভিস পাওয়া যাচ্ছে হাতের নাগালে। এছাড়া সিআরটি টিভির প্রায় সমমূল্যে এলইডি টিভি দিচ্ছে ওয়ালটন। সংশ্লিষ্টরা বলছেন, ঈদ-রোজায় বরাবরই বেশি বিক্রি হয় ফ্রিজ টিভি। সারাদেশে ব্যাপক হারে বিক্রি হচ্ছে ওয়ালটনের ফ্রিজ, টিভি, মোবাইলফোনসহ অন্যান্য হোম এ্যাপ্লায়েন্স। এবার রমজানে গরম ছিল বেশি। ফলে রোজা এবং ঈদ সামনে রখে ওয়ালটন ফ্রিজের বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে।  দাম কমেছে ওয়ালটন টিভির। বিনোদন এবং তথ্য সেবার জন্য টেলিভিশন সেট কেনার ক্ষেত্রেও গ্রাহকদের পছন্দের শীর্ষে এখন ওয়ালটন। সেইসঙ্গে মোবাইল ফোন, এসি, এলইডি ভাল্ব, স্যুইচ-ছকেট ও হোম এ্যাাপ্লায়েন্স পণ্যের ক্ষেত্রেও ওয়ালটনরে চাহিদা ব্যাপক।  ওয়ালটনের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার জানান, ঈদুল ফিতরে ওয়ালটনের সব ধরনের পণ্য আশাতীত বিক্রি হয়েছে।  ঈদে ফ্রিজ বিক্রয়ের লক্ষ্যমাত্রা ছিলো এক লাখ ২০ হাজার ইউনিট। কিন্তু রমজান শেষ হওয়ার আগেই লক্ষমাত্রা ছাড়িয়ে বিক্রি হয়েছে একলাখ ৪৭ হাজার।  তিনি আরো বলেন, এবার ঈদের আগে সিআরটির দামে এলইডি টিভি দেয়ার ঘোষণা ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফলে এলইডি টিভি বিক্রিতেও লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে ওয়ালটন।  এছাড়া প্রিমো সিরিজের মোবাইলসহ সব ধরনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যের বিক্রি বেড়েছে আশাতীতভাবে। ওয়ালটনের অতিরিক্ত পরিচালক প্রকৌশলী সম্রাট রায় বলেন, ওয়ালটন পণ্যের বিক্রয়োত্তর সেবা ছড়িয়ে দেয়া হয়েছে সারাদেশে। অতি স্বল্প সময়ের মধ্যে কাঙ্খিত সেবা পাচ্ছেন গ্রাহকরা। রাজধানীর স্টেডিয়াম মার্কেটে আবাবিল ইলেকট্রনিক্স এর ম্যানেজার রাজু আহমেদ জানান, ইলেক্ট্রনিক্স পণ্যের মধ্যে এবার ঈদে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ওয়ালটন।  এখানে ফ্রিজ কিনতে আসা গৃহিণী নাজনীন তাবাসসুম জানান, তিনি প্রতিবেশীর বাসায় দেখেছেন ওয়ালটন ফ্রিজের ডিপ অংশ অনেক বড়। দুই ফ্রিজের কাজ একটাতেই হয়ে যায়। তাছাড়া ওয়ালটন ফ্রিজে খাবার ফ্রেশ থাকে। দামও কম। এজণ্য তিনি ওয়ালটন ফ্রিজ নিচ্ছেন। টিকাটুলি ওয়ালটন প্লাজার সহকারী ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ঈদে তাদের বেচাবিক্রি অনেক বেড়েছে।  টেলিভিশন, ফ্রিজ ও মোবাইল ফোন সেট বিক্রির ধুম পড়েছে। এমএএস/আরআইপি

Advertisement