অটিস্টিক শিশুদের জীবনের গল্পটা অন্যরকম। নানা প্রতিবদ্ধকতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয় তাদের। একটু আদর আর সহযোগিতা পেলে তারাও অনেক কিছু করতে পারে। নিজেদের প্রামাণ করার সুযোগ পেলে অন্য দশজন স্বাভাবিক মানুষের মতোই জীবন যাপন করতে পারে তারা। এই বিশেষ মানুষগুলোর জন্যই কিছু করতে চান এই সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
Advertisement
নিজ উদ্যোগে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এম প্রোডাকন থেকে অটিস্টিকদের জীবনের গল্প নিয়ে নাটক নির্মাণ করছেন মোশাররফ করিম। নাটকটির নাম ‘আস্থা’। নাটকটি রচনা করেছেন ও পরিচালনা করছেন জিয়াউর রহমান জিয়া। আজ বুধবার উত্তরার একটি শুটিং বাড়িতে নাটকটির শুটিং শুরু করেছেন মোশাররফ করিম। এখানে তার বিপরীতে অভিনয় করছেন জুঁই। নাটকটিতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন পৌষাল। আর এই নাটকে মোশাররফ করিমকে দেখা যাবে একজন অটিস্টিক বাবার চরিত্রে।
নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন,‘টিভি চ্যানেলগুলোর ঈদ আয়োজনে কমেডি নির্ভর নাটক বেশি দেখা যায়। তবে এর বাইরেও ভিন্ন ধরণের গল্পের নাটকও থাকে। আমি এমনই একটি গল্প নিয়ে হাজির হতে চেয়েছি। এই নাটকটিতে দর্শকমনে এক অন্যরকম অনুভূতি তৈরি হবে।’
নির্মাতা জিয়াউর রহমান জিয়া বলেন,‘অটিস্টিকদের পাশ দাঁড়ানো, তাদের সহযোগিতা করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এমন সুন্দর একটি গল্প নিয়ে কাজ করতে পেরে অনেক ভালো লাগছে। একজন মানুষও যদি আমাদের নাটকটি দেখে সচেতন হন, আমাদের পরিশ্রম সার্থক হবে।’
Advertisement
নির্মাতা সূত্রে জানা গেছে, ঈদের অনুষ্ঠানমালায় কোনো একটি চ্যানেলে প্রচার হবে নাটকটি।
আইএন/এমএবি/পিআর