জাতীয়

শহিদুল আলমকে বিএসএমএমইউয়ে নেয়া হয়েছে

তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় রিমান্ডে থাকা আলোকচিত্রী শহিদুল আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশের পর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউয়ে নেয়া হয়।

Advertisement

দৃক গ্যালারির মহাব্যবস্থাপক এ এস এম রেজাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে আজ (বুধবার) সকালে শহিদুল আলমকে হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিএসএমএমইউয়ে ডিবির প্রহরায় কেবিন ব্লক ৫১২ নম্বরে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার চিকিৎসার জন্য চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

সাতদিনের রিমান্ডে থাকা আলোকচিত্রী শহিদুল আলমকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল মঙ্গলবার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

Advertisement

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ বক্তব্য প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে তার বিরুদ্ধে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এআর/আরএস/পিআর