আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আদালতে সোভিয়েত তালেবান অভিযুক্ত

আফগান তালেবানের পক্ষে লড়াই করার অভিযোগে সাবেক এক সোভিয়েত সেনার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ২০০৯ সালে আফগানিস্তানে মার্কিন বাহিনীর ওপর হামলার দায়ে ইরেক হামিদুল্লিন নামের ওই রুশ নাগরিকের বিরুদ্ধে শনিবার অভিযোগ গঠন করা হয়েছে। খবর বিবিসির।সন্ত্রাসে সমর্থন এবং ধ্বংসযজ্ঞ চালানোসহ ১৫ টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মার্কিন ফেডারেল আদালতে এই প্রথমবারের মতো ৫৫ বছর বয়সী সাবেক রুশ সেনার বিচার হবে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ গঠন করা হয়েছে, এর মধ্যে কয়েকটিতে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।২০০৯ সালে চালানো ওই হামলায় ৩০ তালেবান যোদ্ধা নিহত হয়েছিল। হামলাকারী হিসেবে একমাত্র হামিদুল্লিন জীবিত অবস্থায় পুলিশের হাতে আটক হয়েছিলেন। যদিও এ ঘটনায় কোনো আফগান ও মার্কিন সেনা নিহত হয়নি। তালেবানে যোগ দেয়া সাবেক এই সোভিয়েত সেনা ১৯৮০ সাল থেকে আফগানিস্তানে অবস্থান করছিলেন। আগামী ৬ নভেম্বর এ মামলায় রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে।এসআইএস/এমআরআই

Advertisement